ফেসবুকে ঢুকতে বিভ্রাট


বাংলাদেশের বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন, শুক্রবার বিকাল থেকেই এ সমস্যা দেখা দিয়েছে। ফেসবুক পেইজ খুলছে না, কখনও কখনও খুললেও পোস্ট বা শেয়ার করতে সমস্যা হচ্ছে।
ফেসবুক ও মেসেঞ্জারের সমস্যা কী কারণে হচ্ছে তা বোঝা যাচ্ছে না। তবে আন্তর্জাতিকভাবে ফেসবুক সার্ভারে কোনো সমস্যার অভিযোগ বা কোনো সমস্যার কোনো খবর পাওয়া যায়নি।
বিশ্বের বিভিন্ন অনলাইন সেবার তাৎক্ষণিক পরিস্থিতি প্রকাশ করে ডাউনডিটেক্টর। তারাও ফেবুকের সেবায় কোনো সমস্যার কথা জানায়নি।
বিষয়টি নিয়ে একাধিক ইন্টারটে গেটওয়ে (আইআইজি) অপারেটরের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এর কারণ জানাতে পারেননি।