মে ৩১, ২০২৩ ৫:৫০ পূর্বাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

ম্যারাডোনা আত্মহত্যা করেছিলেন!

এখনও তার মৃত্যু নিয়ে বিতর্ক শেষ হয়নি। মৃত্যুর পর প্রায় একমাস হতে চললো দিয়েগো ম্যারাডোনার।

তার এক চিকিৎসক ফুটবল রাজপুত্রের মৃত্যু নিয়ে নতুন তত্ব হাজির করেছেন। ওই চিকিৎসকের মতে ম্যারাডোনার মৃত্যু বরণ করেননি, বরং তিনি আত্মহত্যা করেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে ২৫ নভেম্বর মৃত্যু বরণ করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। এবার তার এই মৃত্যুকে আত্মহত্যা বলে বিস্ফোরক দাবি করে বসলেন কিংবদন্তি ফুটবলারের সাবেক চিকিৎসক আলফ্রেডো কাহে।

আলফ্রেডো ১৯৭৭ থেকে ২০০৭ পর্যন্ত ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই ফুটবলারের চিকিৎসক ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘দিয়েগোর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ধরনের আত্মহত্যা ছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে দিয়েগো মানসিক অবসাদে ভুগছিল। সে নাকি ঠিক মতো খাওয়া-দাওয়া করতো না। ওষুধ খেতে চাইত না। ঘরবন্দি হয়ে থাকত। কারও সঙ্গে দেখা করত না। দিয়েগোর মৃত্যুর কয়েকদিন আগেই ওর সাবেক বান্ধবী ভেরোনিকার সঙ্গে কথা হয়েছিল। শুনলাম দিয়েগো নাকি ভেরোনিকাকে বারবার বলত সে আর বাঁচতে চায় না। আমার কাছে দিয়েগোর মৃত্যু তাই আত্মহত্যাই।’

পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে আলফ্রেডো জানালেন, ২০০৭ সালেও নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ফুটবল কিংবদন্তি। আলফ্রেডো বললেন, ‘২০০৭ সালে কিউবার রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইচ্ছাকৃত চলন্ত বাসে ধাক্কা মেরেছিল দিয়েগো। বড়সড় দুর্ঘটনা হয়নি। পরে তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে? জবাবে সে আমায় বলেছিল, হ্যাঁ আজ পারলাম না, তবে ভবিষ্যতে আবার চেষ্টা করব।’

তার প্রিয় দিয়েগো আর নেই, আলফ্রেডোর বিশ্বাস হচ্ছে না। সে কারণে ম্যারাডোনার চিকিৎসক লিওপোল্ডো লুকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তৈরি করলেন তিনি। বললেন, ‘কোনো সন্দেহ নেই দিয়েগোর চিকিৎসায় গাফিলতি ছিল। আমি বুঝতে পারছি না, মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে কিভাবে দিয়েগোকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হল। ওকে হাসপাতালে রাখা উচিত ছিল। ডাক্তারের পর্যবেক্ষণে থাকলে দিয়েগো ঠিক মানসিক অবসাদ কাটিয়ে উঠতে পারতো। এ থেকেই প্রমাণ পাওয়া যায় লিওপোল্ডো চিকিৎসক হিসেবে কতটা অনভিজ্ঞ।’

লিওপোল্ডোকে ম্যারাডোনার মৃত্যুর পর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। যার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ তোলে ম্যারাডোনার পরিবার। আর্জেন্টাইন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, যদি দেখা যায় চিকিৎসার গাফিলতিতেই ফুটবল রাজপুত্রের মৃত্যু হয়েছে তবে বড় শাস্তির মুখে পড়বেন লিওপোল্ডো।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!