মে ৩১, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

এসব তুচ্ছ ব্যাপার আমরা গুরুত্ব দিই না: শিশির

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের শিশু কন্যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তাতে কয়েকটি অরুচিকর মন্তব্য পড়েছে। এ নিয়ে সাড়া পড়ে গেছে ফেসবুকে। নোংরা মন্তব্যকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির এসব পাত্তাই দিচ্ছেন না। অনেক ভালো মন্তব্যের ভিড়ে কয়েকটা খারাপ মন্তব্য তুলে এনে প্রতিবাদের নামে পুরো ব্যাপারটা অনেক বড় করে তোলাটা ভালো লাগেনি শিশিরের।

শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে মেয়ের ছবি ও তাতে কয়েকজনে মন্তব্য এবং পরবর্তীতে এ নিয়ে নেটিজেনদের আলোচনা-সমালোচনা প্রসঙ্গে সাকিবের স্ত্রী শিশির বলেছেন, কী হচ্ছে, এ নিয়ে আসলে আমার কোনো ধারণাই ছিল না। পাবলিক ফিগার হিসেবে আমাদের অনেক ভক্ত ও অনুসারী আছে। এর মধ্যে শুভাকাঙ্ক্ষী ও সমালোচনাকারী দুই-ই আছে। আমরা সব সময় মনোযোগের কেন্দ্রে থাকি, এটা ভালো দিক। বিশ্বের অনেক দেশের তারকারাই এ ধরনের ঘটনার শিকার হন, কিন্তু অন্য দেশের মানুষের প্রতিবাদের নামে হাজারো ভালো মন্তব্যের মধ্যে থেকে ৪-৫টা খারাপ মন্তব্য তুলে এনে প্রচারের সময় নেই।

তিনি লিখেছেন, পুরো ঘটনাটা নিয়ে তোলপাড় হচ্ছে আসলে হাজারো ভালো মন্তব্যের ভিড়ে করা ৪টা খারাপ মন্তব্য নিয়ে। আমি এসব মন্তব্যকারীদের নিয়ে কিছু বলব না, কারণ ওদের নিয়ে আমি বিরক্ত নই। আমি বিরক্ত কিছু ফেসবুক পেজের এডমিনদের ওপর যারা ওই ৪টি মন্তব্য খুঁজে বের করে যেটা কোনো ঘটনাই নয় সেটাকে বড় ঘটনা বানিয়েছেন। উচ্চপর্যায়ে এ নিয়ে তদন্ত হচ্ছে। এই ফাঁকে আপনারা নিজেদের পেজের কিছু প্রচার কামিয়ে নেন! এসব আমাদের উদ্দেশ্য কিংবা জীবনযাপনে কোনো পরিবর্তন আনবে না। কারণ এসব তুচ্ছ ব্যাপার আমরা গুরুত্ব দিই না।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!