উপনির্বাচন : প্রথম দিনে আওয়ামী লীগের ১৬ মনোনয়ন বিক্রি


আওয়ামী লীগের পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রথম দিনে ১৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আর জমা নেয়া হয়েছে নওগাঁ ৬ আসনের একটি ফরম।
সোমবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হয়। ফরম সংগ্রহ ১৭ আগস্ট থেকে শুরু ও জমা নেয়া হচ্ছে যা চলবে ২৩ আগস্ট পর্যন্ত।
যেসব আসনের মনোনয়ন ফরম সংগ্রহ
ঢাকা-৫ হারুনুর রশীদ, এমএ কাশেম, হারুনুর রশীদ মুন্না, ড. কাজী মনিরুল ইসলাম, আতিকুর রহমান আতিক।
ঢাকা-১৮, মো.শাজাহান আলী মণ্ডল, মুজিবর রহমান, আবদুল বাশার।
নওগাঁ-৬, নাহিদ ইসলাম, শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম।
পাবনা-৪, মিজানুর রহমান স্বপন, এসমএম নজরুল ইসলাম, বসির আহমেদ, সৈয়দ আলী, মো. রবিউল আলম বদু, মাহজেবিন শিরিন প্রিয়া।
তবে সিরাজগঞ্জ-১ আসনের কোনো প্রার্থী এখনো পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পাবনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান স্বপন বলেন, আমরা আওয়ামী পরিবারের সন্তান। ১৯৯১ সালে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন ঈশ্বরদীতে আমরা চার ভাই ছিলাম আন্দোলনের ফ্রন্টলাইনে। এ কারণে বিএনপি জামায়াতের মাধ্যমে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। বহুবার আমাদের জেলে যেতে হয়েছে। শেখ হাসিনা যখন ট্রেনে করে ঈশ্বরদী এসেছিলেন সেই ট্রেনে হামলা করে বিএনপি জামায়াত। সেই হামালয় আমার দুই ভাই মারাত্মক আহত হই।
আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান বলেন, পাঁচটি উপনির্বাচনে প্রথম দিনে ১৬ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে প্রার্থীরা। আর জমা দিয়েছে একটি। সেটি নওগাঁ ৬ আসনের।