দেশে ফিরলেন হানিফ


প্রায় পঞ্চাশ দিন পর কানাডা থেকে দেশে ফিরলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৯ জুন বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন আওয়ামী লীগের এ নেতা।
জানা যায়, কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গিয়েছিলেন মাহবুব-উল আলম হানিফ। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়ে সেখানে যান এ যুগ্ম-সাধারণ সম্পাদক।
কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়-স্বজন রয়েছেন।