ঢাকা দ: ৫০ নং ওয়ার্ডে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী পালিত


“মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা মহানগর দক্ষিনের ৫০ নং ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সমন্বয়ে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মো: কামরুল হাসান রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা-যাত্রাবাড়ী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্ববায়ক মো: জানে আলম জানু।
সভাপতিত্ব করেন ৫০ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ওসমান গণি রনি। সঞ্চালনায় ছিলেন নাজমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক, ৫০ নং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওসমান গণি রনি। ৫০ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো: রবিনসহ অঙ্গসংগঠনগুলোর অন্যান্য নেতা-কর্মী।
-মো: ইব্রাহিম হাসান রানা