বৃক্ষরোপন কর্মসূচি পালিত হলো ঢাকা ৫ এর ৫৩ ও ৬৩ নং ওয়ার্ডে


“মুজিব বর্ষে আহ্বান তিনটি করে গাছ লাগান ” স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি-২০২০ পালিত হয়েছে ১১ জুলাই শনিবার ঢাকা ৫ এর ৫৩ ও ৬৩ নং ওয়ার্ডে।
কর্মসূচীতে উপস্থিতি থেকে বৃক্ষরোপন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ঢাকা ০৫ আসনের আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কামরুল হাসান রিপন।
এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম খাঁন দিলু, যাত্রাবাড়ি থানা মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সি: সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নাসির উদ্দিন।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন ৬৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাজী মোঃ হাবিবুর রহমান হাবিব ও স্বেচ্ছাসেবক নেতা নূর মো: নাঈম।
কর্মসূচীটি আয়োজন ও সফল করতে একযোগে কাজ করে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন।