মে ৩১, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ কয়েকটি দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধার পর পুলিশের ব্যারিকেডের সামনে সমাবেশ করে একই দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাম সংগঠনগুলো৷

সাত ছাত্রনেতার নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া শ্রমিকনেতা রুহুল আমিনসহ সবার মুক্তি এবং রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাকের মৃত্যু ও কার্টুনিস্ট কিশোরের নির্যাতনের বিচারের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করেন ৯টি বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা৷

দুপুর ১২টা ২০ মিনিটে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ও জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের মোড়ে পৌঁছায়। সেখানে আগে থেকে ব্যারিকেড দিয়ে অবস্থানে ছিল পুলিশ। বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করলেও বিপুলসংখ্যক পুলিশের বাধার মুখে আর সামনে এগোতে পারেনি। পরে সেখানেই শুরু হয় বিক্ষোভ সমাবেশ।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!