আজ ২৮ জানুয়ারি রেজিয়া খাতুন-এর ৯ম মৃত্যুবার্ষিকী


আজ ২৮ জানুয়ারি রেজিয়া খাতুন-এর ৯ম মৃত্যুবার্ষিকী। মরহুমা রেজিয়া খাতুন বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সানাউল্লার সহধর্মনী এবং মানবিক যুব লীগের মানবতার ফেরিওয়ালা,বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ, ঢাকা উন্নয়ন পরিষদের মহাসচিব,ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধুর গর্ভধারিনী মা ।
মরহুমা গত ৯ বছর পূর্বে মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯০ বছর। ২০১৩ সালে ২৮ জানুয়ারি সবার কাছ থেকে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে যান। ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তারই সন্তান মানবতার ফেরিওয়ালা আহম্মদ উল্লাহ মধু এক বিবৃতিতে বলেন, সকল যুব সমাজ, তরুণ সমাজ, ও নতুন প্রজন্ম এবং ধর্মপ্রান মুসলমান ভাই বোনদের কাছে তার গর্ভধারিনী মা রেজিয়া খাতুনের জন্য দোয়া প্রার্থনা করেন ।
আল্লাহ যেন তার মাকে জান্নাত বাসী করেন।