পরশ ও নিখিলের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় যাত্রাবাড়ী থানা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত


যাত্রাবাড়ী মসজিদ-ই-নূর, খানকা-ই-মোহাম্মদীয়া দরবার শরীফে ২৬ জানুয়ারি বাদ আসর বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুই কর্ণধর চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মানবতার ফেরিওয়ালা, যুবরত্ন, যুব সমাজের অহংকার আহাম্মদ উল্লাহ মধু ও সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় কাজী মিরাজ হোসেন মমি, আলী নেওয়াজ, শিষ মোহাম্মদ খান। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা ০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আবু সাঈদ মোল্লা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য শেখ মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুব নেতা ইসমাইল হোসেন তপু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা আলহাজ্ব এম এ কে আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লা, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু সহ আরো অন্যান্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মানবতার ফেরিওয়ালা আহাম্মদ উল্লাহ মধু বলেন- মানবিক ও মানবতার যুবলীগ গড়ার দুই কারিগর চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এর জন্য প্রতিটি ঘরে ঘরে যুব সমাজ, তরুন সমাজ এবং নতুন প্রজন্মকে দু-হাত তুলে দোয়ার আহবান জানান।