করোনা আক্রান্ত মাইনুল হোসেন খান নিখিলের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করেন আহাম্মদ উল্লাহ মধু


মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের রোগ মুক্তি কামনায় হাইকোর্ট মাজার কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ মধু ২০, জানুয়ারী বুধবার বাদ আসর এ দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে অংশ গ্রহণ করেন যুবলীগের শতাধিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক মুসল্লি ।
দেশবাসীর কাছে আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের রোগ মুক্তি কামনায় দোয়া চেয়েছেন আহাম্মদ উল্লাহ মধু।
মানবতার ফেরিওয়ালাখ্যাত আহাম্মদ উল্লাহ মধু লকডাউন চলাকালীন ঢাকা দক্ষিণের ২৪টি থানার ৭৫টি ওয়ার্ডে লাখ লাখ কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে মৃত্যুর ঝুঁকি নিয়ে ত্রাণ ও করোনা সুরক্ষা সামগ্রী পৌঁছে দেন।