সাবেক মেয়র সাঈদ খোকনকে দলের সব পদ থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ


সাবেক মেয়র সাইদ খোকনকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ হতে বহিষ্কার এর দাবিতে ঢাকা ১০ আসনের বাংলাদেশ আওয়ামী যুবলীগ “ঢাক উন্নয়ন সংগ্রাম পরিষদ”।
ঢাকা ১০ আসন ছাত্র, যুবক, জনতা” আমরা পুরান ঢাকা অধিবাসী” ও আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরবাসীর উদ্যোগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস সম্পর্কে সাবেক মেয়র সাইদ খোকনের কটুক্তিপুর্ন বক্তব্য, মিথ্যাচার, বানোয়াট ও হিংসাত্নক অপপ্রচারের প্রতিবাদে, ঢাকা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে ধানমন্ডি ৩/এ প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ কামাল এবং প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মানবতার ফেরিওয়ালা আহাম্মদ উল্লাহ মধু।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন তপু,যুবলীগের কেন্দ্রীয় সদস্য রবিউল ইসলাম সহ ঢাকা ১০ আসনের আওয়ামী যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা এসম উপস্থিত ছিলেন। পরে তারা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি জমা দেন।