মে ৩১, ২০২৩ ৬:২৭ পূর্বাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

যুবলীগ নেতা সম্রাটের সহচর শাকিল গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শাকিল মাদবরকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের ঘনিষ্ঠ সহচর ছিলেন

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার ইসমাইল চৌধুরী সম্রাটের ঘনিষ্ঠ সহচর ছিলেন শাকিল মাতবর। ৫৫ নং ওয়ার্ডে কোন বাড়ি ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে শাকিলকে চাঁদা না দিয়ে কেউ নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি তৈরি করতে পারেতন না। গ্রেফতার শাকিল মাদবর ভূমি দখল, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। এলাকার জনগণ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!