মে ৩১, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

দুই অন্ধকারের বাদশাহ যুবলীগের রনি-বাপ্পী

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযান এখনো চলমান। ফাঁকের অন্তরালের মাঝে ধরাছোঁয়ার বাইরে আছে এখনো অনেকে, যারা দলের নাম ও ক্ষমতার দাপটে করছে অবৈধ দখলদারী ও হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

এমনি দুই রাজপুত্র হলো পুরান ঢাকার অপকর্মের সম্রাট ৩৪ নং ওয়ার্ড যুবলীগের মীর মাহাবুব রনি ও আহাদ বাপ্পী। এই দুই নেতার দাপটে দাঁপিয়ে বেড়াচ্ছে গোটা এলাকা। মার্কেট দখল, চাঁদাবাজি, মারামারিসহ সকল প্রকার অন্যায় তাদের নিত্য ব্যাপার। মার্কেট দখল করে দোকান বিক্রি তাদের প্রধান হাতিয়ার। এতে অল্প দিনে হয়ে গেছেন আঙ্গুল ফুলে কলা গাছ।

সিটি করপোরেশনের মালিকানাধীন সুন্দরবন স্কয়ার মার্কেট, ফুলবাড়িয়া সুপার মার্কেট, নগর প্লাজা, জাকির মার্কেট, বীজ মার্কেট আছে তাদের দখলে। অবৈধ দোকান, গুদাম নির্মাণ, খাবার হোটেল দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

এছাড়াও ফুটপাত থেকে চাঁদাবাজি, পরিবহন থেকে চাঁদা উত্তোলন সর্বপ্রকার কুকর্মে লিপ্ত এই দুই পুরান ঢাকার অন্দকারের সম্রাট। যুবলীগের নাম ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে দিনের পর দিন। এদের সাথে জড়িত আছে ২০ নং ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি শাহাবুদ্দিন, নোয়াখাইল্যা ফিরোজ ও জাকের ফিরোজ।

এলাকার ভুক্তভোগীরা এক প্রকার অতিষ্ট এদের অত্যাচারে। জীবনের ভয়ে মুখ বন্ধ করে আছে ভুক্তভোগী জনগণ। এলাকাবাসীর জোর দাবি, সঠিক বিচারের আওতায় এনে এদের অন্ধকারের সম্রাজ্য ভেঙ্গে পুরান ঢাকার বংশাল এলাকার অসহায় মানুষকে মুক্ত করা হোক।

-নাজনীন রহমান

Comments

comments

নাট্যকার মোহন খান আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!