১৫ আগস্ট শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও তবারক বিতরণ করে বংশাল থানা ছাত্রলীগ


বংশাল থানা ছাত্রলীগ আয়োজিত ১৫ আগস্ট শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও তবারক বিতরন করে।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি মেহেদি হাসান সভাপতি ঢাকা মহানগর দহ্মিন ছাত্র লীগ, বিশেষ অতিথি আশরাফুল আলম-সহ সভাপতি ঢাকা মহানগর দহ্মিন ছাত্র লীগ, এম এ সায়েম সাংগঠনি সম্পাদক ঢাকা মহানগর দহ্মিন ছাত্র লীগ।
আরও উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কা্উন্সিলর জনাব আউয়াল, জনাব বাদল সাধারণ সম্পাদক বংশাল থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
অনুষ্ঠান আয়োজন করেন ইমরান আহম্মেদ ঢাকা মহানগর দহ্মিন ছাত্র লীগ।