মে ৩১, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

সরগরম পশুর হাট

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। কোরবানির এই ঈদকে কেন্দ্র করে শেষ সময়ে তাই সরগরম রাজধানীর পশুর হাটগুলো। ক্রেতাদের আনাগোনা যেমন আছে তেমনি বিক্রেতাদের হাঁকডাকেও মুখর। মাইকে চলছে নানা ধরনের নির্দেশনা। রাজধানীর কমলাপুর, আফতাবনগর পশুর হাট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। কমলাপুর স্টেডিয়ামের পাশে খোলা জায়গায় বসেছে বিরাট পশুর হাট। সেখানে গরুর পাশাপাাশি ছাগলও বিক্রি হচ্ছে।

শেষ দিনে ক্রেতাদের ভিড় বাড়ার সাথে সাথে দাম বাড়ানোর অভিযোগও করছেন অনেক ক্রেতা। তবে বিক্রেতারা বলছেন, এবার তারা লাভবান হবার চেয়ে ক্ষতিগ্রস্থই হচ্ছেন। আর সেকারণে দাম ধরে না রেখে কম দামে গরু বিক্রি করে দিচ্ছেন।

বৃষ্টি ও কাঁদাজলের কারণে অনেকে ভোগান্তির কথাও বলছেন। কমলাপুর পশুর বাজারে অনেক জায়গায় পানি জমে আছে। এজন্য চলাচলের পাশাপাশি গরুগুলোর পায়ে ঘা হচ্ছে বলে জানিয়েছেন অনেক বিক্রেতা।

Comments

comments

নাট্যকার মোহন খান আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!