ফ্লাইট পরিচালনার অনুমতি পেল মালয়েশিয়া এয়ারলাইন্স


ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স। সম্প্রতি ফ্লাইট পরিচালনার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের এ অনুমতি দেয়। বুধবার (৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স।
মালয়েশিয়া এয়ারলাইন্সের (বাংলাদেশ) জেনারেল সেলস এজেন্ট (জি এস এ) প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও শেখ বশির আহমেদ মামুন এ বিষয়ে বলেন, মালয়েশিয়া এয়ারলাইন্স ১৭ জুলাই থেকে ঢাকা-কুয়ালালামপুর ও কুয়ালালামপুর হয়ে বিভিন্ন গন্তব্যে কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার জন্য সিভিল অ্যাভিয়েশনে আবেদন করেছে। আজ তাদের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে।
মালয়েশিয়া এয়ারলাইন্স যাত্রীদের সুবিধার জন্য তাদের কল সেন্টারের নম্বরে (+৮৮০১৮৪৪৫০৯১৮৫-১৮৯) যােগাযােগের অনুরােধ করেছে।