ওয়ারী বিভাগের নবনিযুক্ত ডিসিকে শুভেচ্ছা জানালেন যুবলীগ নেতা রবিউল ইসলাম


ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের শেখ মোঃ রবিউল ইসলাম।
রবিবার (০২ জুলাই) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে নবনিযুক্ত উপ-পুলিশ কমিশনারকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, এই বিভাগের ডিসি ফরিদ উদ্দিন নতুন কর্মস্থল সিলেটের এসপি হিসেবে বদলি হওয়ার পর ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্বে ছিলেন ইফতেখার আহমেদ। গত ২০ জুন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের স্বাক্ষরে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পান তিনি।