মে ৩১, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

শিগগিরই অপরাধীদের আইনের মুখোমুখি করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় যারা অপরাধী তাদের খুব শিগগিরই আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

০৬ অক্টোবর, মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ ধরনের জঘন্য অপরাধ যারা করে তাদের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এরইমধ্যে দুইজন বাদে সবাইকে গ্রেফতার করা হয়েছে। খুব শিগগিরই আমরা অপরাধীদের আইনের মুখোমুখি করবো।

এ ঘটনায় নিরাপত্তাবাহিনী কোনো ধরনের গাফিলতি দেখা যায়নি বলেও দাবি করেন আসাদুজ্জামান খান কামাল।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিচারহীনতার কোনো সংস্কৃতি নেই। সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুপচাপ বসে নেই। একের পর এক অপরাধীদের বিচার হচ্ছে।

Comments

comments

নাট্যকার মোহন খান আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!