নিজস্ব প্রতিবেদক ইব্রাহিম হাসান রানাকে অব্যাহতি


ডেইলিলাইভনিউজ২৪.কম এর নিজস্ব প্রতিবেদক ইব্রাহিম হাসান রানাকে নিয়ম-নীতি ভঙ্গের অপরাধে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
০১ সেপ্টেম্বর, ২০২০ হতে কার্যকর এই অব্যাহতির ফলে ডেইলিলাইভনিউজ২৪.কম-এর কোন প্রকার কর্মকান্ডের সাথে জনাব ইব্রাহিম হাসান রানার কোনরূপ সংশ্লিষ্টতা থাকবেনা বিধায় তার সাথে কোন প্রকার কার্যক্রম না করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায়, ডেইলিলাইভনিউজ২৪.কম এ ব্যাপারে কোন দায়িত্ব বহন করবে না।


অদ্য ০১ সেপ্টেম্বর, ২০২০ তারিখের পরেও যদি ইব্রাহিম হাসান রানা ডেইলিলাইভনিউজ২৪.কম এর প্রতিবেদক হিসেবে নিজেকে পরিচয় প্রদান করে তাহলে আমাদের ০১৮৬০৯৭৮২৫৭, ০১৮২৪৯১২৮৮৯ নাম্বারে ফোন করার জন্য অনুরোধ জানানো হলো।