মার্চ ২৪, ২০২৩ ২:৫৮ পূর্বাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

বিশ্বে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১২ কোটি মানুষ

বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১২ কোটি মানুষ। এছাড়া মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ২৭ লাখ মানুষের।

গত বেশ কয়েকদিন বিশ্বে একদিনে দশ হাজারের কম মৃত্যু হয়েছে। একদিনে বিশ্বে ফের দশ হাজারের বেশি মৃত্যু হয়েছে। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ২০৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৪৫ হাজার ৩৮৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ৫১ জন।

এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৩৬ হাজার ৫৩৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫৬ হাজার ৮৮৩ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ৩৬ হাজার ৬১৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ৮৪৩ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৫৯৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৪৭৭ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৪।

Comments

comments

‘নির্বাচন সামনে রেখে পরগাছা গোষ্ঠীর তৎপরতা শুরু হয়েছে’

প্রাথমিকের জন্য ৭৮ কোটি টাকার বই কেনা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!