মে ৩১, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

বৈরুতের বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৯০

চলতি মাসে লেবাননের রাজধানী বৈরুতে রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। রোববার দেশটির অন্তর্বর্তীকালীন সরকার থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ১৯০ জনের মৃতদেহ পাওয়া গেছে।

সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

শনিবার নিখোঁজের সংখ্যা সাতজন বলে জানিয়েছিল লেবাননের সেনাবাহিনী। এর মধ্যে তিনজন লেবাননের নাগরিক, তিনজন সিরিয়ার ও একজন মিসরের। এই বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ হাজার।

ঠিক কি কারণে বিস্ফোরণ হয়েছিল তা তদন্ত করে দেখছে লেবানন কর্তৃপক্ষ। গত ৪ আগস্ট বৈরুতের বন্দর এলাকায় রাসায়নিকে বোঝাই একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর থেকে মারাত্মক চাপে আছে দেশটি।

ওই ঘটনার জেরে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে লেবানন। পতন হয়েছে সরকারের।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিস্ফোরণে সরাসরি যে ক্ষয়ক্ষতি তার আর্থিক মূল্য প্রায় দেড় হাজার মার্কিন ডলার।

এ ছাড়া, বাসস্থান ছাড়া হয়েছে ৩ লাখ মানুষ। ৫০ হাজার বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুঁড়িয়ে গেছে নয়টি হাসপাতাল ও ১৭৮টি স্কুল।

Comments

comments

নাট্যকার মোহন খান আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!