কমলা হ্যারিস ‘খুব একটা উপযুক্ত নয়’ : ট্রাম্প


ডেমোক্র্যাটিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ‘খুব একটা উপযুক্ত নয়’ বলে আক্রমণ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে নির্বাচনী প্রচারে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, কমলার থেকে তার মেয়ে ইভাঙ্কা বেশি উপযুক্ত।
‘আপনারা জানে যে আমিও প্রথম নারী প্রেসিডেন্ট দেখতে চাই। কিন্তু এমন কাউকে চাই না, যিনি তার (কমলার) মতো,’ মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘‘উনি উপযুক্ত নন। সবাই বলছে, ‘আমরা ইভাঙ্কাকে চাই।’ আমি অবশ্য তাতে আপনাদের দোষ দিতে চাই না।’’
ভারতীয় বংশোদ্ভূত কমলা দেশটির ইতিহাসে প্রথম এশিয়ান-আমেরিকান এবং কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই ট্রাম্প নানাভাবে কথার ছলে তাকে আক্রমণ করে যাচ্ছেন।
কিছুদিন আগে তাকে এভাবে বক্তব্য দিতে শোনা যায়, ‘কমলা ভাইস প্রেসিডেন্ট হলে কৃষ্ণাঙ্গদের জন্য কাজ করবেন।’
কমলার মা শ্যামলা গোপালান ভারতের চেন্নাইয়ের মেয়ে। যুক্তরাষ্ট্রে একটি ডক্টরেট প্রোগ্রামে গিয়ে সেখানকার অভিবাসী হয়ে যান।
অকল্যান্ডে জন্ম নেয়া কমলাকে অনেকে ‘ফিমেল ওবামা’ও বলে থাকেন। তিনি ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন।