মেক্সিকোয় মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছাড়াল


যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকোয় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৬৪৪ জনের মৃত্যু হয়েছে।
মেক্সিকোয় চলতি সপ্তাহে নতুন সংক্রমণের হার একটু কমেছে। গত একদিনে দেশটিতে ৬ হাজার ৪৮২ জন ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, মেক্সিকোয় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫ লাখ ৫৬ হাজার ২১৬ জন। মোট মৃত্যু ৬০ হাজার ২৫৪। সেরে উঠেছেন ৩ লাখ ৮০ হাজার ৪৯২ জন।
গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৬ জন। মারা গেছেন ৮ লাখ ৮ হাজার ৬৮১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৩৭ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৮ লাখ ৪১ হাজার ৪২৮ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ১৭৪ জন। সুস্থ ৩১ লাখ ৪৮ হাজার ৮০ জন।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ১৪ হাজার ২৭৭ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৫ লাখ ৮২ হাজার ৬৯৮ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৩২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৮৯২ জন।