জুন ১, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

ত্বক থেকে দাগ দূর করতে প্রাকৃতিক উপাদান

ত্বক থেকে দাগ দূর করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। বিভিন্ন ফল বা প্রাকৃতিক উপাদানে তৈরি প্যাক মুখের ব্রণ দূর করতে সহায়তা করে।

অ্যালোভেরা-হলুদ প্যাক: অ্যালোভেরাতে সমৃদ্ধ এনজাইম, পলিসেকারিডস এবং পুষ্টি উপাদান রয়েছে এগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে।  ত্বকের বিষাক্ত উপাদান দূর করে ত্বককে করে কোমল এবং এর আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।

হলুদে প্রদাহ প্রতিরোধী উপাদান রয়েছে যা ত্বক মসৃণ করে প্রাকৃতিক রং ধরে রাখে।

এক টেবিল চামচ হলুদ, মধু, দুধ এবং কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি এবার অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নিন। পেস্টটি এবার ব্রণের উপর লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টক জাতীয় ফলের প্যাক: লেবু, কমলার মতো টক জাতীয় ফল ত্বকের ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।

ফলের রস মুখে ঘষে ঘষে লাগানোর পর ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দুধ: শুষ্ক ত্বকের জন্য এই উপাদান খুবই উপকারী। তবে তৈলাক্ত ত্বককে এটি আরও তৈলাক্ত করে তোলে।

মধু: এটি ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করে এবং সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়।

-লাইফস্টাইল ক্যাম্পাস

Comments

comments

শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন

নাট্যকার মোহন খান আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!