জুন ১০, ২০২৩ ১:০২ অপরাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

নতুন মামলায় শ্রাবন্তী!

সুদূর ইউরোপে গিয়ে একের পর এক মামলায় জড়াচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়! কিছু দিন আগে অপহরণ মামলায় নাম জড়িয়েছিল তার। এবার জড়ালেন খুনের মামলায়। তবে সবটাই চিত্রনাট্যে, বাস্তবে নয়। একের পর এক ছবির শুটিং করছেন অভিনেত্রী।

লন্ডনে নির্মাতা অংশুমান প্রত্যুষের ‘বাবুসোনা’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। এরই মাঝে প্রকাশ্যে এলো তার আরও একটি ছবির পোস্টার। ছবির নাম ‘রবীন্দ্র কাব্য রহস্য’।

‘এক রবীন্দ্র ভক্ত কবি আর তার প্রতিশোধের গল্প’, এই ক্যাপশন দিয়েই সিনেমার ফার্স্টলুক পোস্টারটি শেয়ার করেছেন ঋত্বিক চক্রবর্তী। সেই পোস্টারে দেখা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট ছবির সামনে ‘গীতাঞ্জলি’, ‘সঞ্চয়িতা’, রয়েছে নোবেল পুরস্কার। কিন্তু এর পাশেই আবার দেখা যাচ্ছে রক্তাক্ত ছুরি। এসকে মুভিজের প্রযোজনায় ‘রবীন্দ্র কাব্য রহস্য’ তৈরি করেছেন সায়ন্তন ঘোষাল।

ছবির গল্পে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যাবে হিয়া ও অভীককে। এই দুই চরিত্রেই দেখা যাবে ঋত্বিক ও শ্রাবন্তীকে। কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অভীক। একটি সিরিয়াল কিলিংয়ের মামলার তদন্ত করতে লন্ডনে যায় সে। সেখানে রবীন্দ্রসংগীত শিল্পী হিয়ার সঙ্গে পরিচয় হয় তার।

হিয়ার সঙ্গে কি খুনের এই মামলার কোনো যোগসূত্র রয়েছে? এই প্রশ্নের উত্তর মিলবে ‘রবীন্দ্র কাব্য রহস্য’ মুক্তি পেলে। যদিও সিনেমাটির মুক্তির তারিখ এখনো জানা যায়নি। ঋত্বিক ও শ্রাবন্তী ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে।

Comments

comments

আগামী নির্বাচনটা একটা চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

ভিসা পাননি ৪৪ হাজার হজযাত্রী

ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!