জুন ৯, ২০২৩ ৯:১২ পূর্বাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

বুবলীকে শাকিবের সঙ্গে কোথাও দেখা যাবে না

শাকিব খান-বুবলীর সম্পর্ক যে ভালো নেই, এমন খবর কয়েক বছরের পুরোনো। নতুন সিনেমায় আর জুটি হচ্ছেন না, এমন খবরও প্রকাশ করা হয় রাইজিংবিডিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে।

বিষয়টি নিয়ে শাকিব খান একাধিকবার মুখ খুললেও বুবলী সবসময় বোঝাতে চেয়েছেন তাদের সর্ম্পক মধুর। ছবি পোস্ট করে কিংবা ডায়মন্ডের নাকফুল উপহারের কথা বলে তাদের সর্ম্পকের কথা জানান দিতেন বুবলী।

তবে এবার হাটে হাড়ি ভেঙে দিয়েছেন শাকিব খান নিজেই। বিষয়টি খোলাসা করে শাকিব খান বলে দিয়েছেন- বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ।

শাকিব খান গণমাধ্যমে বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।

তাদের দূরত্ব পুরোনো তা উল্লেখ করে শাকিব খান বলেন, “আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।”

বাস্তব জীবনে বুবলীর সঙ্গে শাকিব খানের আর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’

সন্তানের কারণে জন্মদিনে একই ফ্রেমে দেখা গিয়েছে বলে জানান শাকিব খান। এদিকে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে বুবলীর অভিনয় করার কথা থাকলেও এতে অভিনয় করছেন কলকাতার ইধিকা।

Comments

comments

আগামী নির্বাচনটা একটা চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

ভিসা পাননি ৪৪ হাজার হজযাত্রী

ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!