মে ৩১, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

গুঞ্জন সত্যি করে অবশেষে ক্ষমতাসীন ভারতীয় জনতা দলে (বিজেপি) যোগ দিয়েছেন বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী।

রোববার কলকাতায় ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তুলে নেন ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত এ অভিনেতা। আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে।

৭০ বছর বয়সী মিঠুন চক্রবর্তীর প্রচুর অনুরাগী আছেন পশ্চিমবঙ্গে। বিশেষত ২০০৬ সালের চলচ্চিত্র এমএএলএ ফাটাকেষ্টতে তাঁর কিংবদন্তি ডায়লগ, ‘মারবো এখানে, লাশ পড়বে শ্মাশানে’ এখনো মানুষের মুখে মুখে ফেরে।

উল্লেখ্য, এর আগে মিঠুন তৃণমূল কংগ্রেসে ছিলেন। দলটির বিধায়ক হিসেবে দু’বছর দায়িত্ব পালন করার পর মিঠুন রাজ্য সভা থেকে পদত্যাগ করেন।

Comments

comments

নাট্যকার মোহন খান আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!