অপি করিমের সংসারে এলো নতুন অতিথি


নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিমের সংসারে এলো নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, ‘মা ও সন্তান দুজনই ভালো আছে। অনেক দুঃসংবাদের মাঝে ভালো একটা সংবাদ পেলাম। আমি তো মনে করি, আরও এক অপি করিমের জন্ম হলো আজ।’
তবে এ বিষয়ে নির্ঝর ও অপি করিমের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাদের দুজনকে ফোন করা হলে তারা কেউ-ই তা রিসিভ করেননি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৫২ মিনিটে মা হয়েছেন অপি করিম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে আছেন। এ দম্পতির প্রথম সন্তান এটি।
২০১৬ সালের ৭ জুলাই এনামুল করিম নির্ঝর ও অপি করিম ভালোবেসে বিয়ে করেন। বিনোদন অঙ্গনের বাইরে তারা দুজনই স্থপতি। বিয়ের পর থেকে বেশ কয়েকবার তাদের সংসার ভাঙার গুজব ছড়ায়। তবে গত বছরের নভেম্বরে নির্ঝরের নতুন একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে হাজির হয়ে অপি জানান, তারা সুখে আছেন।