সুস্মিতার প্রেমিকের আরেক নতুন চমক


বেশ আলোচনায় রয়েছেন মডেল রহমান শল। মূলত বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে ডেটিং শুরু করার পর থেকেই রীতিমত তাকে নিয়ে হট নিউজ। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার সঙ্গে নানা পোস্ট শেয়ার করেও আলোচনায় থাকেন রহমান।
তবে এবার প্রেম নয়, নতুন এক কারণে আলোচনায় এসেছেন রহমান শল। ভক্তদের জন্য এক নতুন চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। মডেল রহমান শল এবার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘মওলা’ শিরোনামের একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন পাপন।
‘মাওলা’র মিউজিক ভিডিওতে রহমান শলের সহশিল্পী হিসেবে ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এরিকা ফার্নান্দেজ। এবারই প্রথম একসঙ্গে কাজ করেছেন তারা।