মার্চ ২৪, ২০২৩ ১:৪৯ পূর্বাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

নতুন লুকে হৃত্বিক

বলিউডে দুই দশক ধরেই ক্রেজ নিয়ে কাজ করছেন হৃত্বিক রোশন। জনপ্রিয়তা তার আকাশচুম্বী। তবে হৃত্বিক শুধু অভিনয় দিয়েই সুপরিচিতি পেয়েছেন তা নয়। গ্রিকদের দেবতার মতো তার লুকের জন্যও সিনেমা জগতে আলাদা পরিচিতি অর্জন করেছেন।

হিন্দি চলচ্চিত্রের এই সুদর্শন পুরুষ সামনে বেশকিছু সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। নতুন সিনেমার জন্য হৃত্বিক নিজেকে গড়েছেন নতুনভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এক ভিডিও ও ছবি। সেখানে নিজের নতুন লুক প্রকাশ করলেন তিনি।

ভিডিওতে দেখা যায়, ঘন দাড়ি কেটে হালকা করেছেন হৃত্বিক। সঙ্গে আবারো ফিরিয়ে এনেছেন চিরচেনা সেই সিক্স প্যাক। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন হৃত্বিক রোশন। কমেন্ট সেকশনে গিয়ে দেখা যায় তার সহকর্মী শহিদ কাপুর ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি লিখেছেন, ‘ওওওওও! এমনটা শুধু হৃত্বিককে দিয়েই সম্ভব।’

প্রসঙ্গত, ২০১৯ সালে হৃত্বিক উপহার দেন সেই বছরের সেরা ব্যবসাসফল সিনেমা ‘ওয়ার’। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ। বর্তমানে বলিউডপাড়ায় গুঞ্জন রয়েছে সিনেমাটির সিক্যুয়েলে হৃত্বিকের সঙ্গে দেখা মিলবে দুই সুপারস্টার শাহরুখ এবং সালমানের।

Comments

comments

‘নির্বাচন সামনে রেখে পরগাছা গোষ্ঠীর তৎপরতা শুরু হয়েছে’

প্রাথমিকের জন্য ৭৮ কোটি টাকার বই কেনা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!