জুন ১, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

অজয়ের পরিচালনায় অমিতাভ বচ্চন

প্রায় ৪ বছর পর আবারও পরিচালনায় আসছেন অজয় দেবগন। তার নতুন এই ছবির নাম ‘মে ডে’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বিগ বি অমিতাভ বচ্চন। ‘খাকি’, ‘হিন্দুস্তান কি কসম’, ‘সত্যাগ্রহ’, ‘আগ’-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই তারকা।

২০০৮ সালে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অজয়। তৈরি করেছিলেন রোমান্টিক ড্রামা ছবি ‘ইউ মি অউর হাম’। ছবিতে অভিনয়ও করেছিলেন অজয় দেবগন। নায়িকা ছিলেন কাজল। বক্স অফিসে বাজেটের অর্থ তুলতে সক্ষম হলেও সমালোচক মহলে তেমন প্রশংসা পায়নি ছবিটি। তারপর আর সেভাবে পরিচালনায় হাত দেননি অজয়। পরে ২০১৬ সালে তৈরি করেন ‘শিবায়’। সে ছবিও বক্স অফিসে সাফল্য পায়নি। তাতে অবশ্য দমবার পাত্র নন বলিউডের ‘তানহাজি’। আবারও পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

বিপদের মুখে দাঁড়িয়ে মানুষের লড়াইয়ের কাহিনি নিজের এই নতুন ছবিতে তুলে ধরবেন অজয় দেবগন। মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চনের পাশাপাশি তাকেও দেখা যাবে ক্যামেরার সামনে। পাইলটের ভূমিকায় অভিনয় করবেন অজয়। তবে অমিতাভ বচ্চনের চরিত্র সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ঠিক হয়নি ছবির বাকি অভিনেতা-অভিনেত্রীও। চিত্রনাট্যের চূড়ান্ত পর্বের কাজ চলছে বলেই জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসে হায়দরাবাদে শুরু হবে ছবির শুটিং।

Comments

comments

শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন

নাট্যকার মোহন খান আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!