হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিলন


হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে অভিনেতা আনিসুর রহমান মিলনকে। অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এক ফেসবুক পোস্টের মাধ্যমে শনিবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন। ঊর্মিলা বলেন, “আনিসুর রহমান মিলন ভাইকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। উনাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। শারীরিক অবস্থা আগের থেকে ভালো। পরবর্তী চিকিৎসা বাসা থেকে করা হবে।”
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম দেশ রূপান্তরকে বলেন, ‘আনিসুর রহমান মিলন এখন একটু ভালো আছেন। তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে করোনা পরীক্ষা করানো হয়েছে। রেজাল্ট নেগেটিভ এসেছে। এখন বাসায় থেকে তার চিকিৎসা চলবে।’
গত শুক্রবার আনিসুর রহমান মিলন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় এ অভিনেতার ছোট ভাই আতাউর রহমান সুমন গণমাধ্যমকে বলেন, “হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার ভোর ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা তার হার্টের সমস্যা সন্দেহ করে ইসিজি টেস্ট করান। সেখানে হার্টের সমস্যাই ধরা পড়ে। কিন্তু স্কয়ারে সিসিইউয়ে সিট না থাকায় ভাইয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।’
টেলিভিশন নাটকের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত মিলন। সম্প্রতি চলচ্চিত্র নির্মাণের ঘোষণাও দেন তিনি।