নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া


প্রথম গান ‘পটাকা’ দিয়ে বেশ আলোচনায় ছিলেন নায়িকা থেকে গায়িকা বনে যাওয়া নুসরাত ফারিয়া। ২০১৮ সালে প্রকাশ হওয়া গানটি ইউটিউবে রেকর্ড ডিজলাইক পেলেও এ পর্যন্ত দেখা হয়েছে ৭০ লাখের কাছাকাছি।
বর্তমানে হবু বরের সঙ্গে দুবাইয়ে অবকাশ যাপন করছেন ঢাকা-কলকাতার জনপ্রিয় নায়িকা। সেখান থেকেই জানালেন নতুন গানের খবর।
নুসরাতের দ্বিতীয় সিঙ্গেলের শিরোনাম ‘আমি চাই থাকতে’। গানটি তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র্যাপার-কম্পোজার মাস্টার ডি।
‘আশিকি’ নায়িকা জানান, গানটির রেকর্ডিং হয়ে শুটিংও শেষ করেছেন। অপেক্ষা শুধু মুক্তির। এটি প্রকাশ হচ্ছে অক্টোবরের প্রথমাংশে, ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে।
গানটির রেকর্ডিং হয়েছিল বছরের শুরুতে। ভিডিও শেষ করেছেন করোনাকালের আগে। শুটিং হয়েছে বিদেশে।
আরও জানান, ‘আমি চাই থাকতে’ নিয়ে তার অনেক প্রত্যাশা। প্রথম গানকে সব দিক থেকে ছাড়িয়ে বলেই তার বিশ্বাস। সেভাবে গান ও ভিডিও সাজিয়েছেন।
বর্তমানে নুসরাত ফারিয়ার হাতে আছে ঢাকা-কলকাতার বেশ কিছু সিনেমা।