ডিপজলের ছেলের হলুদ সন্ধ্যায় তারকারা


মনোয়ার হোসেন ডিপজলের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাই চলচ্চিত্রের অনেক অভিনেতাকে দেখা যায়। ছিল বিশাল আয়োজন। এ দিন অনুষ্ঠিত হয় খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া অভিনেতার বড় ছেলের গায়েহলুদ।
উপস্থিত ছিলেন নৃত্যপরিচালক মাসুম বাবুল, খ্যাতিমান অভিনেত্রী অঞ্জনা সুলতানা, অরুনা বিশ্বাস, অভিনেতা জ্যাকি আলমগীর, সুব্রত, জায়েদ খান, আলেকজান্ডার বোঁ, মারুফ আকিব, ইমন, জয় চৌধুরী, কণ্ঠশিল্পী প্রতীক হাসানসহ অনেকে।
অনুষ্ঠানে তারা রঙ মেখে আনন্দ করেন। সে সময়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
বুধবার ডিপজলের ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে করোনার আবহে শুধু কাছের মানুষদের ডেকেছেন তিনি। পরবর্তীতে বড় আয়োজনে অনুষ্ঠান করার ইচ্ছা আছে অভিনেতার।