মালদ্বীপে যাচ্ছেন শাকিব-মাহি


শাকিব খান ও মাহিয়া মাহি জুটি বেঁধে বর্তমানে কাজ করছেন ‘নবাব এলএলবি’ ছবিতে। শাকিব মাহি ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া।
এদিকে জানা গেল সিনেমাটির গানের শুটিং করতে শিগগিরই মালদ্বীপে যাচ্ছেন শাকিব খান ও মাহিয়া মাহি। ছবির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন সিনেমার রোমান্টিক গানে অংশ নিতে মালদ্বীপ যাবেন তারা।
মামুন বলেন, ‘চলতি মাসের শুরুতেই আমরা শুট শুরু করেছি। রোদ-বৃষ্টি কোনো কিছুই আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আগামী সপ্তাহে আমরা ছবির সিকোয়েন্সের শুটিং শেষ করব। পরের সপ্তাহে শাকিব-মাহিকে নিয়ে মালদ্বীপে যাচ্ছি। সেখানে তাঁরা দুটি রোমান্টিক গানের দৃশ্যে অভিনয় করবেন।’
অনন্য মামুন আরো বলেন, ‘গানের দৃশ্যে আমি সুন্দর ও নতুন লোকেশন দেখাতে চাই। মালদ্বীপে অনেক সুন্দর লোকেশন রয়েছে। দর্শক নতুন লোকেশন দেখতে পাবেন।’
ছবিটি নিয়ে অনন্য মামুন বলেন, ‘আমি যে গল্প চিন্তা করেছি, সেটি ক্যামেরাবন্দি করতে পেরেছি। শাকিব খান, মাহিসহ পুরো ইউনিট অনেক সহযোগিতা করেছেন। আশা করি, ছবিটি দেখে সবাই পছন্দ করবেন।’