মে ৩১, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

সাংবাদিকের চরিত্রে প্রথমবার তারিন

জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান প্রথমবারের মতো সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘মঙ্গল আলোকে’ নামের এই নাটকটি রচনা করেছেন ইকবাল ইউসুফ। এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। জানা গেছে, নাটকটি বিটিভিতে প্রচার হবে। সম্প্রতি বিটিভির নিজস্ব স্টুডিওতে এর শুটিং সম্পন্ন হয়েছে।

পরিচালক জানান, নাটকের গল্পে দেখা যাবে তারিন রাজধানীতে সাংবাদিকতা করেন। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি। একবার মফস্বলের শিক্ষাব্যবস্থার চিত্র স্বচক্ষে দেখার জন্য গ্রামে যান। সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঘুরে ঘুরে এ সাংবাদিক শিক্ষাব্যবস্থার সফলতা ব্যর্থতা নিয়ে তথ্য সংগ্রহ করেন।

প্রাসঙ্গিকভাবেই সেখানকার শিক্ষা অফিসারের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। তার সঙ্গে কাজ করতে গিয়ে একটা সময় প্রেমে জড়িয়ে পড়েন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘প্রায় এক বছর পর বিটিভির নাটকে অভিনয় করলাম। সাংবাদিকদের সঙ্গে পরিচয় থাকলেও এ ধরনের চরিত্রে অভিনয় করিনি এর আগে। খুব আনন্দ নিয়ে কাজটি করেছি।’ নাটকটিতে শিক্ষা অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।

Comments

comments

নাট্যকার মোহন খান আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!