বসুন্ধরা সিটিতে থাকছে স্টার সিনেপ্লেক্স


অবশেষে সুখবর দিলো দেশের প্রথম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। ১৬ বছর আগে পথচলার শুরু যেখানে সেই বসুন্ধরা সিটি শপিং মলের হলগুলো বহাল থাকছে।
বসুন্ধরার সঙ্গে ভাড়ার চুক্তি শেষ, তাই স্টার সিনেপ্লেক্স আর সেখানে থাকছে না- কয়েক দিন আগে এ খবর দেয় হল কর্তৃপক্ষ।
এবার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানালেন, বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে তাদের চুক্তি নবায়ন হতে যাচ্ছে।
বৃহস্পতিবার তিনি বলেন, “বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্টার সিনেপ্লেক্স আগের মতোই থাকছে এখানে। আমরা চুক্তি নবায়ন করতে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “১৬ বছরের পথচলায় বসুন্ধরা কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা বরাবরই অনুপ্রাণিত করেছে আমাদের। ভবিষ্যতেও এই সৌহার্দ্য, সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। অগণিত দর্শক, শুভানুধ্যায়ীর ভালোবাসা আর আমাদের আবেদন মূল্যায়ন করে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তারা চলচ্চিত্রপ্রেমী দর্শকদের প্রতি যে সম্মান দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।”
একই সঙ্গে ধন্যবাদ জানান দর্শক ও শুভানুধ্যায়ীদের। বলেন, “তাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।”
স্টার সিনেপ্লেক্সের পথচলা শুরু হয় ২০০৪ সালে রাজধানীর প্রাণকেন্দ্র পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে চালু হয়েছে ধানমণ্ডি ও মহাখালী শাখা। উদ্বোধনের অপেক্ষায় আছে মিরপুর আউটলেট।