মে ৩১, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

ছোট পোশাকে ব্যায়াম: অত:পর… (ভিডিও)

স্পোর্টস পোশাক পরে পার্কে শরীরচর্চা করায় ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সংযুক্তা হেগড়েকে হেনস্তার অভিযোগ উঠেছে। কাঠগড়ায় কংগ্রেস নেত্রী ও তার দলবল।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রতিবাদ করায় অভিনেত্রী সংযুক্তার এক বন্ধুকে মারধর করা হয়।

সংযুক্তা রোডিজ, স্প্লিটসভিলা, কন্নড় বিগবসে নজর কেড়েছেন। কন্নড় সিনেমাতেও অভিনয় করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় কর্ণাটকের বেঙ্গালুরুর আগারা লেকে শরীরচর্চা করছিলেন তিনি। পরনে ছিল স্পোর্টস ব্রা। সেই পোশাক নিয়েই কংগ্রেস নেত্রী আপত্তি জানান বলে অভিযোগ সংযুক্তার।

নিজের ইনস্টাগ্রামে গোটা ঘটনার লাইভ স্ট্রিমিং করেছিলেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, ‘আগরা লেকে আমাদের হেনস্তা ও মারধর করেছেন কবিতা রেড্ডি। এই ঘটনার অনেক সাক্ষী ছিল। অনেক ভিডিও রয়েছে। তাই আমি বেঙ্গালুরু পুলিশকে এই ঘটনায় নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত কংগ্রেস নেত্রী কবিতা রেড্ডি সংযুক্তার বন্ধুর দিকে তেড়ে যাচ্ছেন।

সংযুক্তা বলছেন, ‘পার্কে আমরা তিনজন শরীরচর্চা করছিলাম। এমন সময় হঠাৎই কবিতা রেড্ডি এসে বলতে থাকেন আমাদের পোশাক খারাপ। শরীরচর্চার জায়গায় নাকি আমরা খারাপ কাজ করছি।’

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কবিতা রেড্ডি। তার পাল্টা দাবি, ‘পার্কে জোরে মিউজিক চালিয়ে সংযুক্তা ও তার বন্ধুরা নাচছিলেন। তাদের থামতে বললে রক্ষীকে হেনস্তা করা হয়। তাই আমি তাদের ক্ষমা চাইতে বলেছিলাম।’

কংগ্রেস নেত্রীর বলছেন, ‘ওদের ছবি তোলায় একজন আমাকে গালিগালাজ করে। তখনই আমি প্রতিবাদ করি।’

Comments

comments

নাট্যকার মোহন খান আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!