শেফের সঙ্গে প্রেমে মজেছেন নার্গিস ফাখরি


বলিউডের বাইরে প্রেমে মজেছেন নার্গিস ফাখরি। জাস্টিন নামে নিউইয়র্কের এক শেফের সঙ্গে ঘনিষ্ঠ ছবিও ছেড়েছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
একসময় বলিউড মাতালেও এখন তাকে কোনো আলোচনাতে দেখা যায় না। ক্যারিয়ারের শুরু রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধেন রকস্টার ছবিতে ৷
তখন গুঞ্জন ছিল নার্গিসের সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন রণবীর৷ তবে গুঞ্জনে থাকলেও, ছবিটি সুপার ফ্লপ হয়। এরপর অবশ্য নার্গিসের নাম জড়ায় উদয় চোপড়ার সঙ্গে। তারপর এক বিদেশি ফিল্মমেকার ম্যাট৷ তবে সে সব এখন পুরোনো।
নিউজ এইটিন জানায়, এবার কোনো অভিনেতা নয়, পরিচালকও নয়। বরং নিউইয়র্কের শেফ জাস্টিনের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন নার্গিস। আর তাই খোলাখুলি প্রেমিকের সঙ্গে ছবি দিলেন ইনস্টাগ্রামে ৷
সুইমিং পুলে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে দুজনকে। সেখানে প্রেমিক জাস্টিনের সঙ্গে সেলফি শেয়ার করেন বলিউড তারকা।