মে ৩১, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

ডিএসইর এমডির পদত্যাগ

পদত্যাগ করেছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। বুধবার ডিএসইর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সম্পূর্ণ ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। গত ৮ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন তিনি। যা বুধবার ডিএসইর পর্ষদ সভায় গৃহিত হয়েছে। নোটিশের পর থেকে ৩ মাস এর মধ্যে অর্থাৎ ২০২১ সালের ৮ জানুয়ারির মধ্যে নতুন এমডি নিয়োগ করবে ডিএসই।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ডিএসইতে যোগদান করেন সানাউল হক। তাকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।

ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি ছিলেন। ২০১৭ সালের আগস্টে আইসিবির এমডি হিসেবে নিয়োগ পান তিনি।

Comments

comments

নাট্যকার মোহন খান আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!