৩৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতির জুয়ার আসরে পুলিশের অভিযান


সাউথ সিটি মার্কেটের আন্ডার গ্রাউন্ডে ৩৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পাপন এর ব্যক্তিগত অফিসে অনেক দিন যাবত চলছিল জুয়া ও মিনি ক্যাসিনো ।
৮ অক্টোবর, বৃহস্পতিবার ঐ মার্কেটের আন্ডার গ্রাউন্ড পাপনের অফিসে অভিযানে টাকাসহ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেন এবং এই ঘটনায় গা ঢাকা দেন ৩৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি পাপন।
এলাকাবাসী জানান, অনেক দিন ধরেই পাপন এই অবৈধ জুয়ার ব্যবসা চালাচ্ছেন। যে অফিস টিতে পুলিশ অভিযান চালান মুলত এটি পাপনের ক্রয়কৃত ব্যক্তিগত অফিস। এলাকাবাসী এই জুয়ার আসরের পাপনের গ্রেফতার দাবী জানান।