মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ওসি জামালউদ্দিন মীর


মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণায় এবার কদমতলীর জিয়া স্মরণী এলাকা থেকে ২৩২ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করলো কদমতলী থানা পুলিশ। এই থানার আলোচিত ওসি জনাব জামালউদ্দিন মীরের কঠোর পদক্ষেপ ও নির্দেশনায় ২০ জুলাই সোমবার ভোরে পরিচালিত অপারেশনে উল্লেখিত মাদক ছাড়াও অসাধু মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।
আলোচিত ওসি জনাব জামালউদ্দিন মীর তার বিভিন্ন জনবান্ধব কর্মসূচীর মাধ্যমে ইতিপূর্বে অত্র এলাকাবাসীর শ্রদ্ধা অর্জনে সক্ষম হয়েছেন। করোনাকালে তার বিভিন্ন ত্রান কর্মমূচী ব্যাপক প্রশংসা পেয়েছে এবং তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সবার দোয়ায় তিনি পরিপূর্ণ সুস্থ্য হয়েছেন।
মাদক নিয়ে বলতে গিয়ে ওসি বললেন, কদমতলীতে কেবল পুরুষ মাদক ব্যবসায়ীই নয়, পাশাপাশি অনেক মহিলা মাদক কারবারিও জড়িত রয়েছেন। তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় এনে এই থানাকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।