মে ৩১, ২০২৩ ৬:৪৭ পূর্বাহ্ণ || ডেইলিলাইভনিউজ২৪.কম

চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার রাতে নগরের বায়েজীদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম ইমন রনি (২৬)। তিনি বায়েজীদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বায়েজিদ থানার আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে আহত অবস্থায় ইমন নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ছাত্রলীগ কর্মী ইয়াসিন বলেন, কয়েকদিন আগে প্রতিপক্ষের লোকজন ইমনের ছোট ভাইয়ের ওপর হামলা চালায়। ইমন বিষয়টি থানায় জানালে প্রতিপক্ষ তার ওপর ক্ষিপ্ত হয়। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় চায়ের দোকানে প্রতিপক্ষ হামলা চালালে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় ইমনকে ছুরিকাঘাত করা হয়।

তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িত আশরাফ, আলিফ, মামুন, উসমান পলিটেকনিকের ছাত্রলীগ নিয়ন্ত্রণকারী আবু মহিউদ্দিন গ্রুপের সদস্য।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!