হারানো বিজ্ঞপ্তি


বৃহত্তর ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার শাক্তা ইউনিয়ন, অগ্রখোলা গ্রাম থেকে মোঃ ইয়াছিন নামের ০৯ বছর বয়সী এক শিশু হারিয়ে গিয়েছে। বৃহস্পতিবার (৪ঠা ফেব্রুয়ারী) অগ্রখোলা বেলা ১২ ঘটিকায় বাড়ি থেকে বের হলে অদ্যবধী ইয়াছিনের সন্ধান পায়নি তার পরিবার। সর্বশেষ তাকে অগ্রখোলা খেলার মাঠে দেখা গিয়েছিল। এসময় তার পরনে ছিল সাদা রংয়ের গেঞ্জি। কিশোর ইয়াছিনের জন্য তার পরিবার দুশ্চিন্তায় রয়েছে।
যদি কোন স-হৃদয়বান ব্যক্তি উক্ত শিশুর দেখা কিংবা সন্ধান পেলে জরুরি ভিত্তিতে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সন্ধান দাতাকে উপযুক্ত পুরষ্কার দেয়া হবে।
যোগাযোগের ঠিকানা: মোহাম্মদ আলী
কিশোর ইয়াছিনের বাবা
মোবাইল নম্বর: 01817644294
ও 01753800044
অগ্রখোলা,শাক্তা,কেরানীগঞ্জ মডেল,ঢাকা-১৩১০।