থেমে থাকা ট্রাকে মাইক্রোর ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪


সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজন নিহত হয়েছেন। ৩০ ডিসেম্বর, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, থেমে থাকা পণ্যবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাসটির ধাক্কা লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সাথে সাথেই মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে আগুনে দগ্ধ হয়ে শিশুসহ চারজন নিহত হন। এঘটনায় আরও চারযাত্রী মারাত্মক আহত হয়েছেন। নিহত ও আহতের নাম পরিচয় জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে এ দুর্ঘটনার পর তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে জানায়। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সেখানে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।
এছাড়াও গুরুতর আহত অবস্থায় চার যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেক হাসপাতালে প্রেরণ করে।