সাহায্যের আবেদন


আসসালামু আলাইকুম। আশা করি সকলে নিরাপদে আছেন। বর্তমানে এই কঠিন সময়ে মানসিকভাবে মানিয়ে চলছেন।
অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সকলের সাথে একটি নেতিবাচক সংবাদ জানাতে হচ্ছে। জীবন এমনি নানান সময় নানান বিষয় চলে আসে। খারাপ সময়ে খারাপ বিষয় গুলো বেশি চলে আশে। জীবনকে এসবের ভিতর দিয়ে এগিয়ে নিতে হয়।গলায় ক্যানসার ধরা পরেছে।ডাঃ তাজুল ইসলাম এর সুপরামর্শ অনুযায়ী আনোয়ার খান হাসপাতাল, ঢাকায় চিকিৎসার উদ্যোগ নিয়েছেন।
বিকাশ 01751811111
রকেট 019111144365
s.m afjal hossain
dutch bangla bank
110.101.62536