বিদ্রোহীদের নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না


দলের বাহিরে গিয়ে যারা নির্বাচন করেছে তাদের আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিগত নির্বাচনে যারা দলের নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন বা জয়ী হয়েছেন তাদেরকে দলীয় মনোনয়ন দেয়া হবে না। দয়া করে তারা যেন মনোনয়নপত্র না কেনে।
৩ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় (ভার্চুয়াল) অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুরের স্থানীয় সরকার নির্বাচন গুলোতে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দল এখন অত্যন্ত কঠোর অবস্থানে আছে।আমাদের দলের ইমেজ ঠিক রাখতে হবে। উন্নয়ন করে কোন লাভ নেই, ভাবমূর্তি যদি অপকর্মের জন্য নষ্ট হয়ে যায়। কাজেই আমরা দলের ভাবমূর্তি উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। জেলায় জেলায় অন্তঃকোন্দল। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে, আবার নিজেরা বসেই সেটা মিটিয়ে নেবেন। কিন্তু প্রকাশ্যে একে অন্যের বিরুদ্ধে গেলে সেটা দলের ইমেজের জন্য খুবই খারাপ।’
কাদের বলেন, ‘কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর কঠোর বার্তা- ‘দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে।’