যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন ইন্জি: মুক্তার হোসেন চৌধুরী কামাল


আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন ইন্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল।
শনিবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের নেতারা। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো.মাইনুল হোসেন খান নিখিল শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম জানান।এর আগে যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ইন্জিনিয়ার মো: মুক্তার হোসেন চৌধুরী কামাল বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম কংগ্রেস কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন নিখিলকে প্রানঢালা শুভেচ্ছা জানাই।