মনোরম অসাধারন স্পট ভাসানচর!


ছবি দেখে মনে হতে পারে এটি বিলেতের বা উন্নত দেশের কোন একটি পর্যটন কেন্দ্র ! যা একমাত্র ভিআইপি লোকদের মনোরম অসাধারন স্পটটি জন্য করা হয়েছে।
তবে বাস্তবতা হলো এটি আমাদের প্রিয় নোয়াখালীর ভাসানচর! যেখানে ১ লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করতে চায় সরকার।
পৃথিবীর অন্য কোন দেশে বাস্তুচ্যুতদের জন্য এতো সু-পরিকল্পিত বাসস্থানের ব্যবস্থা আছে কি না জানা নেই আমাদের। কিন্তু বাংলাদেশ করেছে। তারপরও তারা কক্সবাজার ছেড়ে এখানে আসতে চায় না। আর রোহিঙ্গা এখানে আসলেও অঅমাদের শান্তির জনপদ নোয়াখালীকে আরো অশান্ত করে তুলবে।
তবে নোয়াখালীবাসীদের দাবী, ভাসানচরে তৈরীকৃত সুপরিকল্পিত এসব বাসস্থানে রোহিঙ্গাদের না এনে বৃহত্তর নোয়াখালীর নদীতে ঘর বাড়ি বিলীন হয়ে যাওয়া মানুষদের এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক।
-নাজনীন রহমান